Friday, October 19, 2012

Anupom~আমাকে আমার মত থাকতে দাও

গায়কঃ অনুপম রয়
ছবিঃ অটোগ্রাফ

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত ঘুছিয়ে নিয়েছিইইই

আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত ঘুছিয়ে নিয়েছি
যেটা ছিল..না,  ছিল..না, সেটা না পাওয়াই থাক ,
সব পেলে নষ্ট জীবন ।
তোমার এই দুনিয়ার জাপ্সা আলো
কিছু সন্ধ্যের গুড় হাওয়া কাঁচেরই মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও ,
দূরবীনে চোখ রাখবোনা না নাআআআআ
না  না  না  নাআআআআ......
না  না  না  নাআআআআ......

এই জাহাজ মাস্তুল ছারখার ,
তবু গল্প লিখছি বাঁচবার ।
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার ,
সাঁতরে পার খোজাআআআআর
নাআআআআ  না  না  না  নাআআআ  নাআআ
 না না না নাআআআ নাআআ
 না না না নাআআআ

কখনও আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে ,
চোখ ভাঙা ঘুমে তুমি খুজনা আমায়
আশে পাশে আমি আর নেই ।
আমার জন্য আলো জ্বেলো না কেও
আমি মানুষের সমুদ্রে গুনিছি ঢেউ
এই ষ্টেশনের চত্তরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরব না না নাআআআআ
না  না  না  নাআআআআ......
না  না  না  নাআআআআ......


এই জাহাজ মাস্তুল ছারখার ,
তবু গল্প লিখছি বাঁচবার ।
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার ,
সাঁতরে পার খোজাআআআআর
নাআআআআ  না  না  না  নাআআআ  নাআআ
 না না না নাআআআ নাআআ
 না না না নাআআআ
নাআআআআ না না না নাআআআ নাআআ
না না না নাআআআ নাআআ
না না না নাআআআ


তোমার রক্তে আছে স্বপ্ন যত
তাড়া ছুটছে রাত্রি দিন  নিজেরি মত ,
কখনও সময় পেলে একটু ভেব
আঙ্গুলের ফাকে আমি কই ।
হিসেবের ভীরে আমি চাইনা ছুতে
যত শুকনো পেঁয়াজ গুলো ফ্রিজের শীতে
আমি অবেলার ডাল ভাত ফুরিয়ে গিয়েছি
গেলাসের জলে ভাসবো না  না নাআআআ
না না না নাআআআ নাআআ
 না না না নাআআআ


এই জাহাজ মাস্তুল ছারখার ,
তবু গল্প লিখছি বাঁচবার ।
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার ,
সাঁতরে পার খোজাআআআআর
নাআআআআ  না  না  না  নাআআআ  নাআআ
 না না না নাআআআ নাআআ
 না না না নাআআআ
নাআআআআ না না না নাআআআ নাআআ
না না না নাআআআ নাআআ
না না না নাআআআ

No comments:

Post a Comment